রৌমারীতে ইয়াবাসহ আটক ১
একুশে জার্নাল
নভেম্বর ২১ ২০২০, ২১:০৯

রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারীতে ১৫ পিস ইয়াবাসহ পারভেজ(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক যুবক উপজেলার শৌলমারী ইউনিয়নের মৃত- জহিরুল ইসলামের পুত্র।
জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ পারভেজ কে আটক করে থানা পুলিশ।
শনিবার বিকেলে রৌমারী থানার ওসি মুনতাসীর বিল্লাহ জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।