রোহিঙ্গা শরনার্থীদের দেখতে বাংলাদেশে আসছেন লিওনেল মেসি
একুশে জার্নাল
জুলাই ১৪ ২০১৮, ১০:৫৩
একুশে জার্নাল ডেস্ক: আগামী ২২ জুলাই বাংলাদেশে আসবেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।
ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী শিবির পর্যবেক্ষণের জন্য আসবেন তিনি।
জানা যায়, বাংলাদেশ সফরে তিনি রোহিঙ্গা শরনার্থী শিবিরে ৪ ঘন্টা সময় কাটাবেন।
এটা তার ২য় বারের মত বাংলাদেশ সফর। এর আগেও মেসি বাংলাদেশে এসেছিলেন।
৭ বছর আগে ২০১১ সালের ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা দলের হয়ে নাইজেরিয়ার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য এসেছিলেন তখন।
গত বছরের অক্টোবরে মিয়ানমারের রাখাইনে মুসলিমদের নির্যাতন ও হত্যাযজ্ঞ শুরু হয়। সেই নির্যাতনের ফলে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। তাদের পরিদর্শনে অনেকেই বাংলাদেশ সফর করেছেন। বার্সালোনার এ তারকার সফরও সে লক্ষ্যেই।