রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক-৩
একুশে জার্নাল
অক্টোবর ১৭ ২০২০, ১৩:৫৬
কাউসার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় তৈরী অস্ত্রসহ সালমান শাহ ও মুন্না গ্রুপের দুই সদস্যসহ ৩জনকে আটক করেছে।
সুত্র জানায়, ১৬অক্টোবর বিকাল সাড়ে ৫টারদিকে এপিবিএন ১৬ ব্যাটেলিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত সদস্যরা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের এফ-৫নং শেডে কবির মাঝির বাড়িতে অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা, ১টি কিরিচ ও ২টি দা’সহ বালুখালী ৯নং শরণার্থী ক্যাম্পের হামিদ হোসেনের পুত্র এবং কুতুপালং সন্ত্রাসী মুন্না বাহিনীর সদস্য সৈয়দুল আমিন (২৫), নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের ৯৭৪ নং শেডের বাসিন্দা শামসুল আলমের পুত্র এবং সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সদস্য মোঃ নুরুন্নবী (২৯) ও এইচ ব্লকের এফ-৫নং শেডের বাসিন্দা মৃত আব্দুস সালামের পুত্র কবির মাঝি (৫২) কে আটক করে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার মামলা নং-৫২/১৬-১০-২০ইং উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।