রোহিঙ্গাদের হাতে ভোটার আইডি: ইসি কর্মী রিমান্ডে
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২০ ২০১৯, ১৯:০৯
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেয়ার মামলায় গ্রেফতার নির্বাচন কমিশনের কর্মচারী মোস্তফা ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেহ মোহাম্মদ নোমান রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত মোস্তফা ফারুক (৩৬) ফেনী সদর উপজেলার দমদমা গ্রামের মো. ইলিয়াছের ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজমের পক্ষ থেকে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচদিন মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে ডেকে নেন তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা। পরে এ সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
এদিকে রোহিঙ্গাদের এনআইডি পাইয়ে দেয়ার ঘটনায় নির্বাচন কমিশনের বিভিন্ন অফিসে কর্মরত দুই পরিবারের সদস্যরা জড়িত বলে নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ দুই পরিবারের সদস্যরা ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার নির্বাচন কমিশন কার্যালয়ে বিভিন্ন পদে কর্মরত।