রোটার‍্যাক্ট ক্লাব ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর যৌথ চারা বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৯ ২০১৯, ১৫:৩১

আজ শুক্রবার(৯আগষ্ট) রোটার‍্যাক্ট ক্লাব অব রাঙামাটি ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি শাখার যৌথ উদ্যোগে বৃক্ষ রোপন ,ডেঙ্গু সচেতনমূলক সভা ও মশা নিধনের স্প্রে কার্যক্রম শহরের স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ শান্তিনগর এলাকায় ও আশেপাশে এলাকাসমূহতে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, তিনি বক্তব্যে বলেন রাঙামাটি শহরে শান্তিনগর এলাকায় এমন একটি বিদ্যাপীঠ পরিচালিত হচ্ছে যেইটা আসলে প্রশংসনীয় , এদের আজকে যৌথ উদ্যোগে সেইটা অন্যান্য সামাজিক সংগঠন বা সংস্থা সমূহ উৎসাহিত করবে এই ধরনের যেকোনো কার্যক্রমে সর্বাত্মক পাশে থাকবে বলে জানিয়েছেন।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাংগামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, সভাপতিত্ব করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, রাংগামাটি শাখা’র সভাপতি অাজাদ সিদ্দিক, সঞ্চালনা করেন রোটার‍্যাক্ট ক্লাব অব রাংগামাটি’র সভাপতি রোটার‍্যাক্টর মোঃঅলি আহাদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ও রোটার‍্যাক্ট ক্লাব অব রাংগামাটি’র ইন্ট্যারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোঃঅাহমেদ ইসতিয়াক অাজাদ। এতে রোটার‍্যাক্ট ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।