রেড জোন নেই কুড়িগ্রামে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৬ ২০২০, ১৪:০৮

রোকন,কুড়িগ্রাম:

করোনার সংক্রমণ প্রতিরোধে সারা দেশে বিভিন্ন এলাকা জোন ভিত্তিক লকডাউন শুরু হলেও কুড়িগ্রাম জেলায় কোনও রেড জোন নেই। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণের মাত্রা বিবেচনায় পুরো জেলা গ্রিন জোন। জেলার সদর উপজেলার পৌর এলাকায় কিছু ওয়ার্ড ইয়েলো জোনভুক্ত হতে পারে।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, স্বাস্থ্য অধিদফতর কর্তৃক নির্দেশিত গাইডলাইন অনুযায়ী সংক্রমণের মাত্রা বিবেচনায় জেলায় কোনও এলাকা রেড জোনভুক্ত হচ্ছে না। ফলে কোনও এলাকা লকডাউন হওয়ার সম্ভাবনা আপাতত নেই।

তিনি বলেন, জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যার মধ্যে সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। এজন্য সদর উপজেলার কিছু কিছু এলাকা ইয়েলো জোনের আওতায় আসতে পারে। তবে জেলার অন্যান্য উপজেলা আপাতত গ্রিন জোনভুক্ত থাকছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, ‘উপজেলার করোনা আক্রান্ত এলাকা চিহ্নিত করে স্বাস্থ্য অধিদফতরের গাইডলাইন অনুযায়ী জোনে বিভক্ত করার কাজ চলমান রয়েছে। সার্বিক বিবেচনায় আপাতত কোনও এলাকা রেড জোনভুক্ত হচ্ছে না। তবে পৌর এলাকার দুই একটি এলাকা ইয়েলো জোন ভুক্ত হতে পারে। দুই একদিনের মধ্যে আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম জানান, উপজেলার আক্রান্তের সংখ্যা ও এলাকা বিবেচনায় পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যদের সংখ্যা বেশি। সে হিসেবে জোন ভিত্তিক লকডাউন করার সম্ভাবনা নেই। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে সে অনুযায়ী জোন ভিত্তিক বিভক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও আরও বলেন, ‘সরকারি গাইড লাইন অনুযায়ী আক্রান্ত ব্যক্তির বসত বাড়িসহ তার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউ করার যে বিধান, আপাতত সেই প্রক্রিয়া চলমান থাকবে।’

প্রসঙ্গত, জেলা প্রশাসন কর্তৃক ১৫ জুন পর্যন্ত প্রকাশিত তালিকায় জেলায় মোট ১০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪০। মোট সুস্থ্য হয়েছেন ৫৯, এর মধ্যে সদর উপজেলায় সুস্থ হয়েছেন ২৮ জন।