রেডজোনে বাঁশখালী উপজেলা
একুশে জার্নাল ডটকম
জুন ১৫ ২০২০, ১২:১৬

জসিম উদ্দীন মিছবাহ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি;
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ১ জুন সরকারের উচ্চপর্যায়ের এক সভায় করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে ভিন্নমাত্রায় এলাকাভিত্তিক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। অধিক সংক্রমিত এলাকাকে বিশেষভাবে নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মতি দিয়েছেন।। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিভিল সার্জন
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় করোনা সংক্রামণের ঝুকি বিবেচনায় নিয়ে লাল, সবুজ, হলুদ জোনে ভাগ করেছে। এ তালিকায় বাঁশখালী উপজেলাকে লাল জোনে রাখা হয়েছে অর্থাৎ করোনা সংক্রামণে বাঁশখালী উপজেলা ঝুকির মধ্যে রয়েছে।
চট্টগ্রামে উপজেলা ভিত্তিক রেড জোন
১. হাটহাজারী উপজেলা – লাল জোন (🔴)
২.পটিয়া উপজেলা – লাল জোন (🔴)
৩.সীতাকুন্ড উপজেলা – লাল জোন (🔴)
৪.বোয়ালখালী উপজেলা – লাল জোন (🔴)
৫. চন্দনাইশ উপজেলা – লাল জোন (🔴)
৬. সাতকানিয়া উপজেলা – হলুদ জোন (⚠️)
৭. লেহাগাড়া উপজেলা – হলুদ জোন (⚠️)
৮.বাঁশখালী উপজেলা – লাল জোন (🔴)
৯.রাংঙ্গুনিয়া উপজেলা – লাল জোন (🔴)
১০. রাউজান উপজেলা – লাল জোন (🔴)
১১.আনোয়ারা উপজেলা – লাল জোন (🔴)
১২. ফটিকছড়ি উপজেলা – হলুদ জোন (⚠️)
১৩.সন্ধীপ উপজেলা – সবুজ জোন (♻️)
১৪. মিরসরাই উপজেলা – সবুজ জোন (♻️)
সুত্র: সিভিল সার্জন চট্টগ্রাম