রূপসী বাংলা ফাউন্ডেশনের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০১ ২০২২, ১২:২২

মোহাম্মদ ইয়াসিন: ঢাকার অদুরে সাভারে দুস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন দেওয়ার কথা বলে অন্তত ৪ হাজার নারী প্রশিক্ষনার্থীদের কাছ থেকে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রূপসী বাংলা ফাউন্ডেশন নামের এক প্রতারক চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় অর্ধশত নারী একত্রিত হয়ে বৃহস্পতিবার সকালে রুপসী বাংলা ফাউন্ডশনের চেয়ারম্যানের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করতে গেলে ভুক্তভাগীদের মামলা না নিয়ে সাধারন ডায়রি করার পরামর্শ দেয় সাভার মডেল থানা পুলিশ। পরে তারা টাকা আত্মসাৎ ও প্রতারণার বিষয়ে সাধারণ ডায়রি করেন।

ভুক্তভাগী নাসিমা বগম অভিযোগ করে বলেন, রুপসী বাংলা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করে ও লিফলেট বিতরণ করে ১০০ টাকার বিনিময়ে সেলাই প্রশিক্ষণ দেওয়ার বিজ্ঞাপন দেয়। পরে রুপসী বাংলা ফাউন্ডেশনের লোকজন বাড়িতে বাড়িতে এসে প্রশিক্ষণে অংশ নেওয়ার পরামর্শ দেয়। ভর্তি হওয়ার পর তারা সরকারের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে ৫ হাজার করে টাকা হাতিয়ে নেয়।

নাসিমা বেগম আরো জানান, আমাদের কাছ থেকে টাকা নেওয়ার পর ৯ দিন সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে তারা কিছুদিন পর সেলাই মেশিন দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন।দীর্ঘ চার মাস গত হলেও সেলাই মেশিন দেয়নি তারা। আমাদের টাকা ফেরত আনতে প্রতিষ্ঠানের আঞ্চলিক কার্যালয় সাভারের ব্যাংক টাউন এলাকায় গেলে তারা আমাদের উল্টো হুমকি ধামকি দেয়।

 

আরেক ভুক্তভোগী খাদিজা আক্তার অভিযাগ করে বলেন, টাকা ফেরত নিতে এসে আশপাশের লোক মারফত জানতে পারি করোনা মহামারি শুরুর দিকে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন মহল্লায় আবাসিক একটি বাড়িতে ফ্লাট ভাড়া নেয় প্রতিষ্ঠানটির কথিত চেয়ারম্যান ডা: সাজিদ হাসান । এরপর তিনি নিজেকে একজন এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে অনলাইন বা মুঠোফোনে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা বলে প্রতারণা শুরু করে। এরপর প্রতারণার বেশ পাল্টে সেলাই প্রশিক্ষণ দিয়ে সরকারের পক্ষ থেকে সেলাই মেশিন দেওয়ার কথা বলে অন্তত ১৩৫ টি ব্যাচের ৩০ জন করে প্রশিক্ষনার্থীর কাছ থেকে ৫ হাজার করে টাকা আদায় করে। এই হিসেবে সেলাই মেশিন দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে ২ কাটি টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাজিদ হাসান রানা। পরে তার কাছে টাকা ফেরত চাইলে তাদেরকে মারধর করে পুলিশে দেওয়ার হুমকি দেয়।

ভুক্তভাগীরা অভিযোগ করে এই প্রতিবেদককে বলেন, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় যাই। ঘটনার বর্ণনা শুনে পুলিশ একটি লিখিত অভিযাগ দিতে বলেন। অভিযাগ দেওয়ার কিছুক্ষণ পর হঠাৎ অভিযুক্ত সাজিদ হাসান রানা থানায় হাজির হন। এরপর পুলিশ ভুক্তভোগীদের সাধারন ডায়রী করার পরামর্শ দেয়। পরে বাধ্য হয়ে আমরা একটি সাধারন ডায়রী করি।

জানতে চাইলে সাজিদ হাসান রানা এই প্রতিবেদককে বলেন, প্রশিক্ষণার্থী কারো কাছ থেকে টাকা নেওয়া হয়নি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযাগ করেছেন। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

এ বিষয়ে সাভার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলী জামান বলেন, প্রতিষ্ঠানটি সমাজসবা অধিদপ্তরের নিবন্ধিত।অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, হুমকি ধমকি দেওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে বেশ কয়েকজন নারী একটি সাধারন ডায়রি করেছেন। তাদের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছি, অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ও ফাউন্ডেশন এর নামে একটি ভুয়া টেলিভিশনের সাইনবোর্ড লক্ষ করা যায়।