রূপগঞ্জ উপজেলা প্রশাসনের ইউনিয়ন ভিত্তিক জনসচেতনতা সৃষ্টি ও ত্রাণ বিতরণ শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৯ ২০২০, ২২:১৬

মাহবুবুর রহমান, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আপামর জনসাধারণকে সচেতন করা, মাস্ক বিতরণ এবং ত্রাণসামগ্রী নিয়ে ভোলাব ইউনিয়নে উপস্থিত হন উপজেলা প্রশাসন।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া ও জনাব ‍মোঃ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)। তৎক্ষণাৎ তাদের সঙ্গে যুক্ত হন ভোলাবো ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা চেয়ারম্যান বলেন, আমরা ইতিমধ্যেই উপজেলার দুটি পৌর এলাকার অধিকাংশ জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ বিতরণ শুরু করেছি।তারই ধারাবাহিকতায় আজ থেকে উপজেলার সকল ইউনিয়নে ত্রান বিতরণ করবো। সেইসাথে পুরো উপজেলা জুড়ে জনসচেতনতা বাড়াতে আলোচনা ও মাস্ক বিতরণ করা হবে।

এ কার্যক্রম ভোলাবো ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বেলা দশটায় শুরু হয়ে ভূলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের হাটবাজার পথঘাট সবখানে সকলকে সচেতন থাকতে বলা ও সকলকে মাস্ক প্রদান করা এবং অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সামগ্রী তথা চাল, ডাল, আলু ও লবণ বিতরণ করার মাধ্যমে বিকাল তিনটায় শেষ হয়।