রূপগঞ্জে র্যাবের অভিযানে পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৮ ২০২০, ১৯:৩৯

স্টাফ করেসপন্ডেন্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে এক পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের নগদ টাকা জব্দ করা হয়।
শনিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (এএসপি) জসিম উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে একদল চাঁদাবাজ তারাব ট্রাক ষ্ট্যান্ডে ট্রাক চালকদের ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক চাদা আদায় করছিল বলে র্যাবের কাছে সংবাদ ছিল। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি অভিযানিক দল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব বিশ্বরোড এলাকার ট্রাক ষ্ট্যান্ডে অভিযান চালিয়ে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদাবাজি কালে মোঃ মরন চাঁন মিয়া (৫৫) নামে এক চাঁদাবাজকে আটক করে। এসময় তার কাছ থেকে আদায়কৃত ৮,৯১০ টাকা জব্দ করে র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চাঁদাবাজ জানায় ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজনের নির্দেশে সে উক্ত স্ট্যান্ডে চাঁদাবাজি করে থাকে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছে র্যাব।