রূপগঞ্জে বিএনপির তৈমুর আলম খন্দকারের ত্রাণ বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৮ ২০২০, ০০:৫৭

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ: করোনা ভাইরাস পরিস্থিতিতে রূপগঞ্জে বিপর্যয় নেমে এসেছে। লকডাউন করা হয়েছে গোটা উপজেলা। সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্মহীন হয়েছে পড়েছে হাজার হাজার মানুষ। সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রূপগঞ্জের খেটে খাওয়া, কর্মহীন ও দুস্থ পরিবারকে খাদ্য পৌঁছে দিচ্ছে । কিন্তু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও রূপগঞ্জ আসনের এমপি প্রার্থী কাজী মনিরুজ্জামানকে দেশের ক্রান্তিকালে রূপগঞ্জবাসীর পাশে দেখা যাচ্ছে না।

এদিকে নারায়ণগঞ্জ শহর থেকে এসে রূপগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিআরটিসির সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার। তিনি দলের চেয়ারপারসনের পক্ষ থেকে রূপগঞ্জের দুঃস্থদের মাঝে ১০ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার এ কাজে সহযোগিতায় রয়েছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল।