রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৯ ২০২০, ২০:১৩

স্টাফ করেসপন্ডেন্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে হত্যা চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ০৯ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার পিতলগঞ্জ গ্রামে।

হামলার শিকার গৃহবধু আছমা আক্তারের স্বামী সাজোয়ার ভুঁইয়া জানান, পিতলগঞ্জ মৌজায় তাদের পৈত্রিক ভিটায় ঘর বাড়ি করে দীর্ঘবছর যাবৎ ভোগ দখল ও বসবাস করে আসছে। সম্প্রতি ওই জমিতে ওয়ারিশ পাবে বলে পিতলগঞ্জের মৃত আছুরদ্দিনের ছেলে কামাল, মেয়ে মাজেদা, আবুল ফাত্তারের ছেলে মাইন উদ্দিনগণ অংশীদারিত্বের দাবীতে জোরপূর্বক জমি বেদখল করার জন্য চেষ্টা করে আসছে। এতে উভয় পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে সাজোয়ার ভুঁইয়া ব্যবসায়িক কাজে বাড়িতে না থাকায় ওই প্রতিপক্ষের লোকজন সোমবার দুপুরে ফের জমি দখলের চেষ্টা করে৷ এতে সাজোয়ার ভুঁইয়ার স্ত্রী মৌখিক বাঁধা দিলে তাকে খালি বাড়িতে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় গৃহবধূ আছমাকে শ্লীলতাহানি ঘটালে তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে আছমা আক্তারকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে আছমার স্বামী সাজোয়ার ভুঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আঁওতায় আনা হবে।