রূপগঞ্জে আজও সচল শিল্প কারখানার চাকা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৮ ২০২০, ১৫:০৮

মাহবুবুর রহমান। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ;

রূপগঞ্জের ডহরগাওঁ,ভূলতা ও গোলাকান্দাইল এলাকার অধিকাংশ শিল্প কারখানার আজও খোলা আছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় অবাধ জনসমাগম চলছে। এবং শ্রমিকরা নিত্যদিনের মতো ছুটে চলছে কর্মক্ষেত্রে। এদের মধ্যে অনেকে বলছেন আমরা বাধ্য ডিউটি করতে।

ডহরগাঁওয়ে নান্নু টেক্সটাইল ও ফকির ফ্যাসন,ভূলতার এ-ওয়ান পোলার ও গোলাকান্দাইলের এনজেড টেক্সটাইল,রবিন টেক্সটাইল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সরকারের স্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে চালিয়ে যাচ্ছে তাদের কলকারখানা। বিভিন্ন ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানা যায় তাদের উর্ধ্বতন কর্মকর্তারা এখনো এসে পৌঁছাননি। তবে আজ নাগাদ বন্ধ দিতে পারে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সেইসাথে কমছে না ভূলতা বাজারে দৈনিক খেটে খাওয়া মানুষের সমাগম। তাদের দলনেতা শামীম মিয়া (৩৮) বলেন, সাংবাদিকদের কাছ থেকে সরকারের ও বিভিন্ন সংগঠনের সহযোগিতা মূলক কার্যক্রমের কথা শুনলেও বাস্তবে আমরা তা পাচ্ছি না।কারণ হিসেবে শামীম ও তার সঙ্গীরা বলেন আমরা অধিকাংশই ভারাটে শ্রমিক। আমরা কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনাসহ বৃহত্তর উত্তরাঞ্চল থেকে আগত। স্থানীয় নেতাদের নিজস্ব জনগণের প্রতি আগ্রহ বেশি। অপরিচিত ও লিয়াজু ব্যতিত তাদের দ্বারস্থ হওয়া কঠিন।

এ সকল বিষয়ে প্রশাসনের কাগুজে পদক্ষেপ লক্ষ্য করা গেলেও কার্যকরী কোন ভূমিকা দেখা যায়নি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে প্রশাসনিক হয়রানির অভিযোগ শুনা যাচ্ছে। পেরাবো বাজারে আল-আমীন নামে এক ব্যক্তি বলেন, আমি আমার অসুস্থ স্ত্রীর ঔষধ কিনতে বাজারে গেলে পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করে। আমি তাকে বুঝিয়ে বললেও তিনি আমাকে কান ধরে উঠবস করান। এবং হুমকি দিয়ে বাজারে না আসার কথা বলেন।