রুহানি শিল্পকলা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৫ ২০১৯, ১৯:০৬

মনোয়ার শামসী সাখাওয়াত

কালবের কুয়াশা ভেদ করে
যখন তোমার ভেতরে তুমি তাকাতে শিখবে
খুল যাও সিমসিম বলে, ওরে দিব্য পাগল
খুলে যাবে তোমার অন্তর্দৃষ্টির অদৃশ্য আগল।

দিব্য চোখে তখন তুমি দেখবে তোমার রবের কারিশমা
দুগ্ধশুভ্র ক্যাহকেশাঁ আর কায়েনাতের সসীম অসীমতা
দেখবে সেখানে নক্ষত্র আর নীহারিকা
নীলাভ নির্মল বর্ণে মুদ্রিত ও খচিত হয়ে আছে
তাঁর জান্নাতি জবান আর জারিন হরফের সর্পিল রেখাচিত্রে।

আহা সে যে কি অপরূপ কারুকার্যময় অলৌকিক অলঙ্করণ
কুরআনি ক্যালিগ্রাফির অবহেলিত অপরূপ এরাবেস্ক রূপায়ণ!
সাত আসমান তাতে সেজে হয়েছে যেন লজ্জাবতী নববধূর মতন
এসো সুপ্রিয় দেখ রুহানি শিল্পকলার এ যে কি এক মোহনীয় একজিবিশন!