রিফাত হত্যার নতুন ফুটেজ প্রকাশ: গ্রেফতার হচ্ছেন মিন্নি!
একুশে জার্নাল
জুলাই ০৭ ২০১৯, ১৭:১১

একুশে জার্নাল ডেস্ক: দেশের আলোচিত রিফাত হত্যার নতুন একটি ভিডিও ফুটেজ প্রকাশ হবার পর নিহত রিফাতের স্ত্রী মিন্নিকে নিয়ে আবারও শুরু হয়েছে সমালোচনা। এবার খোদ প্রশাসনই মিন্নির জড়িত থাকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।
নতুন একটি সিসিটিভি ফুটেজে ‘স্বাভাবিকভাবে’ হাঁটার কারণে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন বরগুনায় নিহত শাহনেওয়াজ রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। মামলার এক নম্বর সাক্ষী মিন্নি। যে কোনো সময় পুলিশি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। মিন্নি বর্তমানে পুলিশি নিরাপত্তায় বরগুনায় তার বাবার বাসায় অবস্থান করছেন।
শনিবার বরগুনা সরকারি কলেজের সামনে একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে। ভিডিওটি ৯ মিনিট ৩ সেকেন্ডের। ভিডিও ফুটেজটির ৫ মিনিট ৩৬ সেকেন্ডে দেখা গেছে, নয়ন বন্ড, রিফাত ফরাজীসহ ১০-১২ জন রিফাতকে মারধর করতে করতে বরগুনা সরকারি কলেজ থেকে বের হচ্ছে। এদের মধ্যে একজন পেছন থেকে রিফাতকে ধরে রেখেছে। বাকি দুজন দুই হাত ধরেছে। ৫ মিনিট ৪৩ সেকেন্ডের ফুটেজে মিন্নিকে দেখা যায়, তার বাম হাতে একটি পার্স ছিল। সে পারস হাতে স্বাভাবিকভাবে হাঁটছিল। একবার ডানেও তাকিয়েছেন কলেজের দিকে।
৫ মিনিট ৪৯ সেকেন্ডে যখন নয়নের সঙ্গীরা রিফাতের মাথায় হাত দিয়ে আঘাত করেন তখনও স্বাভাবিক ছিলেন মিন্নি। ৫ মিনিট ৫৫ সেকেন্ডে যখন সব বন্ধুরা একসঙ্গে রিফাতের ওপর ঝাঁপিয়ে পড়েন তখন প্রথমবারের মতো দৌড়ে যান মিন্নি। প্রতিরোধের চেষ্টা করেন। তখন দা বের করে কোপানো শুরু হয়। পেছন থেকে মিন্নিকে প্রতিরোধ করতে দেখা যায়।
কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথম অংশের দৃশ্য নিয়ে। শুরুতে যখন খুনিরা ঝাপটে ধরে তার স্বামীকে নিয়ে যাচ্ছিলো, তখন মিন্নি খুবই স্বাভাবিকভাবে পেছন পেছন হেটে যাচ্ছিলেন কেন? কেনই বা তখন একটুও চেষ্টা করেন নি স্বামীকে মুক্ত করতে? সাহায্যের জন্য কাউকে ডাকতেও দেখা যায় নি। বরং মনে হচ্ছিলো স্বামীর চূড়ান্ত কিছু ঘটার অপেক্ষায় ছিলেন স্ত্রী মিন্নি।
এসব প্রশ্নের উত্তর হয়তো কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে। সে পর্যন্ত অপেক্ষা।