রিজেন্ট হাসপাতালের ৭ কর্মকর্তাকে ৫ দিনের রিমান্ডে
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৮ ২০২০, ১৮:৩৮

পরীক্ষা না করেই করোনার পজেটিভ-নেগেটিভ সার্টিফিকেট দেয়ার অভিযোগসহ নানা অপকর্মে জর্জরিত রাজধানীর রিজেন্ট হাসপাতালের ৭ জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ (বুধবার) চিম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই রিমান্ড আদেশে দেয়া হয়
রিমান্ডপ্রাপ্ত ৭ আসামি হলেন- প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব, হেলথ টেকনিশিয়ান আহসান হাবীব হাসান, হেলথ টেকনোলজিস্ট হাতিম আলী, রিজেন্ট গ্রুপের প্রকল্প প্রশাসক রাকিবুল ইসলাম, রিজেন্ট গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা অমিত বনিক, রিজেন্ট গ্রুপের নির্বাহী কর্মকর্তা আবদুর রশীদ খান ও গাড়িচালক আবদুস সালাম।
এর আগে করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেয়াসহ নানা প্রতারণার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব।