রায়হান হত্যায় অভিযুক্ত আকবরকে দ্রুত গ্রেফতারের দাবিতে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান ৯ নভেম্বর

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৬ ২০২০, ১৬:৩৭

নিজেস্ব প্রতিবেক: পুলিশী হেফাজতে সিলেটের রায়হান হত্যার প্রধান আসামী আকবরকে দ্রুত গ্রেফতার ও প্রশাসনের সর্বশেষ অবস্থান জনগণের কাছে পরিষ্কার করতে খেলাফত মজলিস সিলেট জেলা শাখা আগামী ৯ নভেম্বর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। জেলার নির্বাহী সভায় গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে জেলার সকল উপজেলা শাখাও ঐদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়।

জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা হাফেজ শিব্বির আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবু তামিম, নির্বাহী সদস্য জনাব নূরুল হক, মাওলানা কাওসার আহমদ৷ মুহাম্মদ শামছুল ইসলাম প্রমুখ।