রায়হানকে সুপরিকল্পিত হত্যা করা হয়েছে: মাওলানা সামিউর রহমান মুসা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১২ ২০২০, ১৮:০০

প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহঃ প্রজন্মের আহ্বায়ক,জামেয়া মাদানিয়ার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসার নেতৃত্বে প্রজন্মের নেতৃবৃন্দ আজ পুলিশী নির্যাতনে নিহত আখালিয়ার নিরীহ যুবক রায়হানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন,এসময় নিহত রায়হানের মা’র আর্তনাদে পরিবেশ করুন হয়ে উঠে,রায়হানের দু মাসের সন্তান কে কোলে নিয়ে সন্তানটি মিটিমিটি হাসছিল,এদৃশ্য উপস্থিত সাংবাদিক সহ সকলের চোখ অশ্রুসজল হয়ে যায়।

নেতৃবৃন্দ রায়হানের মা,পিতা ও আত্মীয় স্বজন কে নিয়ে তার শাহাদাত কামনায় মোনাজাত করেন।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন, প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান প্রজন্মের সদস্য সচিব মাওলানা শাহ মমশাদ আহমদ, জামেয়া মাদানিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম মুশতাক,মুফতি আব্দুর রহমান ইউসুফ, জামেয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা মুশফিকুর রাহমান মামুন,হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম,জামেয়ার প্রভাষক মাওলানা ফাহাদ আমান ও জামেয়ার শিক্ষক সাকিল আহমদ প্রমুখ।

উপস্থিত বিভিন্ন চ্যানেল ও সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা মুসা বলেন,রায়হানের পরিবারের সাথে কথা বলে আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে, রায়হানকে পুলিশ সুপরিকল্পিত হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে সাজা দিতে হবে।

তিনি রায়হান হত্যার প্রতিবাদে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান। তিনি আল্লামা হাবীবুর রহমান রহঃ প্রজন্মের ডাকে আগামীকাল দুপুর ১২টায় জেলা পরিষদ সম্মুখে মানববন্ধন সফলের আহ্বান জানান।