রাস্তা না থাকায় শতাধিক পরিবারের মসজিদে যাতায়াত বিঘ্নিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২০ ২০২০, ২০:০৭

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদ পুর গ্রামের একটি বিশাল আকার পুকুরের পাড় না থাকায় মসজিদে যাতায়াত ব্যাহত হচ্ছে শতাধিক পরিবারের লোকজনের।

বুধবার ২০ মে এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনা যেকোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে। এ বিষয়ে উভয় পক্ষ হতেই প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পদপুর গ্রামের মৃত করিম হোসেনের ছেলে আব্দুল্লাহ গংদের গ্রামের মধ্যে বিশাল একটি পুকুর রয়েছে। পুকুরের পূর্বপাড়ে গ্রামের সামাজিক মসজিদ বিদ্যমান। পশ্চিম দক্ষিণ পাড়ার লোকজন পুকুরের দক্ষিণ পাড় হয়ে মসজিদে যাতায়াত করতেন। কালের বিবর্তনে পুকুরের পার ভেঙ্গে মসজিদে যাতায়াতের রাস্তাটি পুকুরে বিলীন হয়ে যায়। ফলে স্বাচ্ছন্দে মসজিদে যতায়াতে বিঘ্ন হচ্ছে শতাধিক পরিবারের লোকজনের। এটাসহ উভয় পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ সৃষ্টি হলে সম্পদ পুর গ্রামের সায়েব আলীর ছেলে ছায়েদ আলী মাধবপুর থানায় প্রতিপক্ষের আব্দুল্লাহ, অহীদ হোসেন , এমদাদ উল্লাহ, ফরুক মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে আরো জানা যায়, প্রতিপক্ষের ফরুক মিয়া গংরা ছায়েদ আলীদের চলাচলের রাস্তায় বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে গেলে পশ্চিম দক্ষিণ পাড়ার শতাধিক পরিবারের লোকজন দক্ষিণপাড়ে গাইড ওয়াল নির্মাণের মাধ্যমে মসজিদে যাতায়াতের রাস্তাটি পুনরুদ্ধারের জোর দাবি জানান। দক্ষিণপাড়ে সামান্য অংশে সরকারিভাবে গাইডওয়াল নির্মাণ করা আছে। আরো প্রায় ১৫০ হাত জায়গার গাইড ওয়াল নির্মাণ করা হলে শতাধিক পরিবারের লোকজনের মসজিদে যাতায়াতের রাস্তাটি উন্মুক্ত হয়ে যেত।