রাস্তায় কুড়িয়ে পাওয়া ডলারের বান্ডিল মালিককে পৌঁছে দিলো সিলেটের আশরাফ

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২৮ ২০১৮, ১২:২৩

হাবীব আনওয়ার: রাস্তায় কুড়িয়ে পাওয়া ডলার তার মালিকের কাছে পৌঁছে দিয়ে সবার প্রশংসায় ভাসছে
১১ বছরের আশরাফ। রাস্তায় কুড়িয়ে পাওয়া
বিদেশি ডলার,( যা বাংলাদেশের প্রায় ২২ হাজার টাকা) তার মালিককে ফিরিয়ে দিয়েছে কওমী মাদরাসায় পড়ুয়া ১১ বছরের বালক! এমন একটি খবর সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় সব জায়গায় চলছে আলোচনা।

খোঁজ নিয়ে জানা যায়, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট’-এর হিফয বিভাগের ছাত্র আশরাফ রাস্তায় চলার সময় ডলারগুলো পেয়ে সরাসরি নিয়ে আসে তার শিক্ষকের কাছে। শিক্ষক তাকে ধন্যবাদ দেয় ও দোয়া করে। এবং সাথে সাথে প্রচারপত্র প্রিন্ট করে রাস্তার মোড়ে, মসজিদের দেওয়ালে ও রেস্টুরেন্টে সাঁটানো হয়।

তারপর মাত্র ১২ঘণ্টার ভিতরে ডলালের মালিক উপযুক্ত প্রমাণসহ ডলারগুলো নিয়ে যায়।

আশরাফে’র গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। ছোট থেকেই সে ‘ ভদ্র এবং মেধাবী বলে জানা যায়। সে ২৫ পারা কুরআন মুখস্থ করেছে।
মাত্র পাঁচ পারা মুখস্থ করলেই পূর্ণ হাফিয হবে।তার বাবা আলেম ও একটি প্রতিষ্ঠানের পরিচালক।