“রাসূল (সাঃ) এর ইজ্জত রক্ষায় জীবন দেয়ার প্রয়োজন হলে সর্বাগ্রে জীবন দিতে প্রস্তুত আছি”
একুশে জার্নাল
নভেম্বর ০১ ২০২০, ১৫:১৯
রাসূল (সাঃ) এর ইজ্জত রক্ষায় জীবন দেয়ার প্রয়োজন হলে সর্বাগ্রে জীবন দিতে প্রস্তুত আছি
-আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী
বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশবরেণ্য আলেমেদ্বীন, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক, আন্তর্জাতিক ইসলামি সাহিত্য সংস্থা বাংলাদেশ ব্যুরো প্রধান, ঈত্তেহাদুল মাদারীস বাংলাদেশের (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড) সভাপতি, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী।
আল্লামা নদভী বলেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মহানবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরে আগুন জালিয়েছে। এ আগুন নিভাতে হলে ফ্রান্সকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং তাদেরকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ, ওআইসিসহ সকল আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ ব্যাপারে সোচ্চার হতে আহবান জানান।
তিনি বলেন, হাদীসের ভাষ্যনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে পিতা-মাতা, সন্তান-সন্ততিসহ দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসতে না পারলে প্রকৃত ঈমানদার হওয়া যায় না। তাই তাঁর ইজ্জতে কোন প্রকার আঘাত আসলে কিংবা তাঁকে ব্যঙ্গ করা হলে কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে না।
যার যতটুকু সামর্থ আছে ততটুকু নিয়ে নবীর ইজ্জত রক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, ‘তাঁর ইজ্জত রক্ষায় জীবন দেয়ার প্রয়োজন হলে আমি সুলতান যওক সর্বাগ্রে জীবন দিতে প্রস্তুত আছি। ’
উল্লেখ্য, গত(৩০ অক্টোবর) বাদ জুমা জামেয়া দারুল মা’আরিফের মসজিদে সমবেত মুসল্লী, ছাত্র-শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে ও সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বার্তা প্রেরক:
মাওলানা মাহমুদ মুজিব
শিক্ষক, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম।