রাসূলের শানে বেয়াদবি, ভূইফোঁড় বক্তা হাবিবুর রহমান রেজভী গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৭ ২০১৯, ২২:৫৫

একুশে জার্নাল : রাসূলের শানে বেআদবিমূলক কথা বলায় জনতার গণধোলাইয়ের শিকার হয়েছে তথাকথিত মাওলানা হাবিবুর রহমান রেজভী (৫০) নামে জনৈক ভূইফোঁড় বক্তা। এ সময় কটিয়াদী মডেল থানা পুলিশ আটক করে তাকে জনরোষ থেকে উদ্ধার করে। রোববার বেলা ৩টার দিকে কটিয়াদী বাজারের গেঞ্জি মহল থেকে তাকে আটক করা হয়েছে।

হাবিবুর রহমান রেজভী কটিয়াদী পৌরসভার বেইথর গোয়াতলা গ্রামের মৃত রবিউল্লাহার ছেলে।

এলাকাবাসী জানান, মহানবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমান ছিলেন না এমন একটি ওয়াজের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে রোববার দুপুরে কটিয়াদী বাজারে হাবিবুর রহমান রেজবীরকে জনতা
গণধোলা দেয়। এ সময় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।