রাসুলের (সা.) অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখাবে: জিএম কাদের
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৮ ২০২২, ১৪:৪৯
মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার এক বিজ্ঞপিতে তাৎপর্যময় এই কল্যাণের দিনে মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, সম্বৃদ্ধি ও সংহতি কামনা করে বিশ্ববাসীর প্রতি আন্তরিক অভিনন্দন জানান তিনি।
জি এম কাদের বলেন, ৫৭০ খ্রিস্টাব্দের এই পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তি ও মুক্তির দূত হিসেবে বিশ্বনবীকে (সা.) দুনিয়ায় প্রেরণ করেছেন। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে মহানবী (সা.) মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আর্বিভূত হয়েছিলেন। অন্ধকার যুগের সকল আঁধার দূর করে সত্য ও ন্যায়ের আলো জ্বালিয়েছিলেন তিনি। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোর দিশা দিয়েছিলেন হযরত মুহম্মদ (সা.)। তাই বিশ্ব মুসলিম এবং শান্তিকামী মানুষের সামনে অত্যান্ত তাৎপর্যময় এবং মহাসম্মানিত এই দিনটি।
তিনি বলেন, মহানবী (সা.)-এর শিক্ষায় আমাদের জীবন আলোকিত হোক। মহানবীর (সা.) শিক্ষা অনুসরণে অশান্ত, দ্বন্দ্ব-সংঘাতমুখর পৃথিবীতে শান্তি ও কল্যাণ নিশ্চিত হোক।