রাষ্ট্রীয় সন্ত্রাসরা আবারো ভোটাধিকার কেড়ে নিয়েছে: কুমিল্লায় মির্জা ফখরুল

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৫ ২০১৯, ১৩:০৯

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। এ ভোটাধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রশাসন এখন সম্পূর্ণভাবে গণশত্রুতে পরিণত হয়েছে।

শনিবার (০৫ জানুয়ারি) সকালে নোয়াখালীর সুর্বণচরে গণধর্ষণের শিকার নারীকে দেখতে যাওয়ার পথে কুমিল্লার আলেখারচরে একটি হোটেলে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফখরুলের সঙ্গে রয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মো. শাহজাহান, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। অন্যদের মধ্যে রয়েছেন শিরিন সুলতানা, রেহেনা আক্তার রানুসহ ঐক্যফ্রন্টের নেতারা।