রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৮ ২০২২, ১৪:২৮

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনও আলোচনা হয়েছে কী না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আলোচনা হয়েছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
তিনি বলেন, পোল্যান্ড এবং রোমানিয়াতে আমাদের যারা অ্যাম্বাসেডর আছেন তারা অলরেডি ওয়াচ করছে, কী হচ্ছে। এখানে বাংলাদেশিদের কী অবস্থা, তারা আপডেট দিচ্ছে। তাছাড়া যেসব বাংলাদেশি ইউক্রেনে আটকে পড়ছে তাদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।