রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়েছে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২১ ২০২০, ১৫:৪৪

রাশিয়ায় করোনা মহামারি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেশটিতে সোমবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে অর্ধলক্ষের বেশি মানুষ।

রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার মঙ্গলবার এ খবর জানিয়েছে।

ওই সংস্থাটি জানায়, সেখানে সোমবার গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫ হাজার ৬৪২ জন। ফলে বর্তমানে দেশজুড়ে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৭৩তে। অর্থাৎ দেশটির প্রতি পাঁচজনের একজন করোনায় সংক্রমিত হয়েছেন।

রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৫৬ জন। এদের মধ্যে সোমবার গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪ জন।

চলতি মাসের গোড়ার দিক থেকেই রাশিয়ায় করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকে। তবে গত কয়েকদিনে সেটি ভয়াবহ রূপ নিয়েছে। যদিও পশ্চিম ইউরোপের দেশগুলোতে মহামারি প্রাদুর্ভাবের প্রাথমিক পর্যায়ে যে অবস্থা ছিল, সে তুলনায় এখনও রাশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমই আছে বলা যায়।

  • সূত্র: আরব নিউজ