রামুতে ভোরবেলায় উপজেলা প্রশাসন অভিযান, আটক ১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০৯ ২০২০, ১৩:২৭

কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার কক্সবাজার: রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়ায় অভিনব কায়দায় পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার রামু অভিযান পরিচালনা করেন। ০৯ সেপ্টেম্বর বুধবার ভোর ০৬: ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করে শামসুল হক পিতা: মৃত সোলেমান নামের এক ব্যক্তিকে আটক করেন বলে জানা যায়।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি,এবং পাহাড় কাটার দায়ে একজনকে হাতেনাতে আটক করা হয় ও ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

তাছাড়া এ অভিযানে বন বিভাগ সার্বিক সহযোগিতা করেছেন। ইউএনও রামু আরও জানান,,উপজেলা প্রশাসন রামুর এ ধরনের অভিযান সার্বিকভাবে অব্যাহত থাকবে।