রামগড়ে ইউপি সদস্যের বাড়ির নির্মান সামগ্রীতে আগুন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৮ ২০২০, ১২:২৩

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে রামগড় উপজেলার ১নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ লালছড়িতে স্থানীয় এক ইউপি সদস্যের মালিকানা ভূমিতে ঘর নির্মানের জন্য নিয়ে যাওয়া বাড়ি নির্মাণ সামগ্রী ও প্রয়োজনীয় আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।

১নং রামগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাগড়াবিল এলাকার ইউপি সদস্য মোঃ আব্দুল হান্নান জানান, একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে তার ব্যক্তি মালিকানাধীন জমিতে মৎস্য প্রকল্প, ধান্য জমি ও ফলজ বাগান পাহাড়া দেওয়ার জন্য সুফিয়া বেগম নামের একজন মহিলাকে কেয়ারটেকার নিয়োগ দেন। পরবর্তীতে সেখানে সুফিয়া বেগমের থাকার জন্য শনিবার বিকেলে চাঁদের গাড়ি যোগে বাড়ি নির্মাণ সামগ্রী, আসবাসপত্র ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যান। এর পরপরই ইউপিডিএফের একটি দল এসে সেখানে বাড়ি নির্মানে বাঁধা ও সরঞ্জাম দ্রুত সময়ের মধ্যে সেখান থেকে সরিয়ে নেবার জন্য আব্দুল হান্নানকে চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে ইউপি সদস্য হান্নান বাড়ি নির্মান সামগ্রী ও আসবাসপত্র সরিয়ে না আনায় পুনরায় রাতে সেখানে এসে আসবাসপত্রে আগুন ধরিয়ে দেয় ইউপিডিএফ সন্ত্রাসীরা।

ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক বাড়ি নির্মান সামগ্রী, আসবাসপত্র ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুড়িয়ে দেবার খবর শুনেছেন জানিয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান জানিয়েছেন এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ জানায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পাহাড়ে উপজাতি-বাঙালী সকলের কাছে ঘৃণিত এই দলটির আয়ের অন্যতম উৎস চাঁদাবাজি ও দখলদারিত্ব। একের পর এক অপরাধ সংগঠন করলেও ভয়ে মুখে কলাপ এঁটে থাকে সাধারণ জনগণ। এদিকে লিখিত অভিযোগ ও সাক্ষীর অভাবে আইন শৃঙ্খলা বাহিনীও ঘটনা শুনেও অপরাধীকে আটক করতে পারে না। কিংবা আটক করলেও সাক্ষীর অভাবে ছাড় পেয়ে যায় এসব সন্ত্রাসী। দিনের পর দিন আরও ভয়ংকর হয়ে উঠছে ইউপিডিএফ। ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রম রোধে পাহাড়ে র‍্যাব ফোর্স গঠনের দাবি জানিয়ে আসছে ভুক্তভোগী জনগোষ্ঠী।