রাবিতে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনামূলক লিফলেট বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৮ ২০২০, ১৯:৩১

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনামূলক লিফলেট বিতরণ করেছে ওয়েসিস ফাউন্ডেশন। রবিবার দুপুর দেড়টায় বিশ^বিদ্যালয়ের টুকিটাকি, গ্রন্থাগার, পরিবহন মার্কেট ও চতুর্থ বিজ্ঞান ভবন চত্বরে তিন শতাধিক লিফলেট বিতরণ করা হয়।

এবিষয়ে সংগঠনের সভাপতি আরেফিন মেহেদী হাসান বলেন, করোনা ভাইরাস আমাদের দেশে এখনো সেভাবে বিস্তার লাভ করেনি। এই ভাইরাস আমাদেরকে সংক্রমণ করার পূর্বেই আমাদের সচেতন হওয়া জরুরি তাই আমরা প্রচারণা কার্যক্রম চালাচ্ছি।

সাধারণ সম্পাদক জাহিদ ইব্রাহিম বলেন, করোনা ভাইরাস সম্পর্কে আমরা অবগত থাকলে ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হবো না যা আমাদের সুন্দর ও মসৃণ জীবনযাপনে নেতৃত্ব দিবে।

বিতরণীতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আহাদ মিয়া, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, সদস্য সাবিনা ইসলাম, সিয়াম সাদ্দাত, ফিরোজ, মাজেদুল হক প্রমুখ।

প্রসঙ্গত শিক্ষাবান্ধব, কল্যাণকর ও সচেতনামূলক কার্যক্রম সম্পাদন করে থাকে ওয়েসিসি ফাউন্ডেশন। ১৪ সেপ্টেম্বর ২০১৯ সংগঠনটির আত্মপ্রকাশ হয়। শিক্ষাবান্ধব কাজের অংশ হিসেবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ফ্রিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং করিয়ে থাকেন তারা।