রান করতে না পারলে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত : সরফরাজকে শোয়েব আখতার
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ০৪ ২০১৯, ২১:২৬
![](https://ekushejournal.com/wp-content/uploads/2019/10/20191004_211909-720x405.jpg)
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার বলেছেন, সরফরাজ আহমেদ যদি পারফর্ম করতে না পারে তাহলে তার অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত। সে যদি পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশিত খেলতে না পারে তাহলে সরফরাজের অধিনায়কের পদ ছেড়ে দেয়া উচিত।
আগামী মাসে তিনটি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। অস্ট্রেলিয়া সফরে আবীদ আলী আর আজহার আলী টেস্ট সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলবে। এমন প্রত্যাশা করেছেন শোয়েব আখতার।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার বলেন, আজহার আলীর পাশাপাশি আবিদ আলী পাকিস্তানের পক্ষে সেরা ব্যাটসম্যান হবেন। তারা অস্ট্রেলিয়াকে হতাশ করতে সক্ষম। এ দুইজন বেশ ভালো ফর্মে রয়েছেন।
পাকিস্তানের মাঠে তৃতীয় ওয়ানডেতে দ্বিতীয় সারির দল নিয়েই ৯ উইকেটে ২৯৭ রানের বিশাল সংগ্রহ করে শ্রীলংকা। পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ ১০ ওভারে ৮১ রান খরচ করে মাত্র ১ উইকেট শিকার করেন। ৯ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট নেন শাদাব খান।
পাকিস্তানের এমন খরুচে বোলিং নিয়ে সাবেক তারকা পেসার শোয়েব আখতার হতাশা প্রকাশ করে বলেন, আমাদের হাসনাইনের মতো একজন ভালো মানের বোলার আছে। তাকে সুযোগ দেয়া উচিত ছিল। এই বোলিং নিয়ে কীভাবে অস্ট্রেলিয়ার মাঠে তাদের মোকাবেলা করবে? হাসনাইনকে ঘরের মাঠে পরীক্ষা না করে যদি অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয় তাহলে লাভ কি? সে কি যোগ্যতার প্রমাণ করতে পারবে?
শোয়েব আখতার আরও বলেন, শাদাব খান ফর্মে নেই, ইমাদ ওয়াসিম ভালো খেলার চেষ্টা করছেন। তবে অস্ট্রেলিয়া সফরে ভালো বোলিং ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নয়।
প্রসঙ্গত, সবশেষ ৮টি ওয়ানডে ম্যাচে ১৪.৩৭ গড়ে মাত্র ১১৫ রান করেছেন সরফরাজ। শ্রীলংকার মতো তারুণ্য নির্ভর দলের বিপক্ষেও ঘরের মাঠে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি পাকিস্তানের এ অধিনায়ক। দুই ম্যাচে এ উইকেটকিপার ব্যাটসম্যানের সংগ্রহ মাত্র ২১ রান।