রাতের আঁধারে সা’দপন্থী গ্রুপের কাকরাইল মসজিদ ঘেরাওয়ের চেষ্টা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৯ ২০১৮, ০১:১৫

একুশে জার্নাল ঢাকা : রাতের আঁধারে তাবলীগ জামাতের মাওলানা সা’দ পন্থী গ্রুপের একদল তাবলীগের সাথী রাত প্রায় একটা পনেরো মিনিটে বাংলাদেশের প্রধান তাবলীগী মারকাজ, কাকরাইল মসজিদের সামনে  অবস্থান নেন।

তারা কাকরাইলের ভেতরে থাকা মাদরাসা ছাত্র উস্তাদ, মুরুব্বীদের পাকিস্থানী, রাজাকার, ইত্যাদি বলে চিৎকার করতে দেখা যায়। বাহিরে থাকা এই গ্রুপের একজন ফেসবুক লাইভে ঢাকায় অবস্থানরত সকল এতেআতী (মাওলানা সা’দ  পন্থী) সাথীদের দ্রুত কাকরাইল মসজিদের সামনে আসতে আহবান করেন।  এবং  উনাদের ভাষায় ‘পাকিস্তানী ষড়যন্ত্র’ প্রতিহত করতে  এখানে (কাকরাইল মসজিদের সামনে) অবস্থান করতে হবে। 

কাকরাইল মসজিদের বাহিরে অবস্থানরত মাওলানা সা’দ গ্রুপের একটি অংশ।

কী কারনে হঠাৎ রাতের আঁধারে তাবলিগের এই গ্রুপটি কাকরাইল মসজিদের সামনে  অবস্থান করেছেন, সেটা কোন গ্রুপই পরিষ্কার করেনি এখন পর্যন্ত। 

অন্যদিকে ভেতরে থাকা কাকরাইল মাদরাসা ছাত্ররা তাৎক্ষণিক ফেসবুক লাইভে বাহিরে অবস্থান করা গ্রুপ দেখিয়ে বলেছে, ওরা বাহির থেকে মাদরাসা ধ্বংস করতে, মসজিদ দখল করতে রাতের আঁধারে এসেছে। ভেতরে থাকা ছাত্রদের অভিযোগ,  বাহির থেকে সা’দপন্থীরা মাদরাসা ছাত্রদের দিকে টর্চ লাইট মারছে এবং বিভিন্ন ভাষায় ছাত্র উস্তাদদের গালিগালাজ করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত  মাওলানা সা’দ পন্থী গ্রুপটি কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছিলো। এবং পাকিস্থানী দালাল, রাজাকার ইত্যাদি  শ্লোগান শুনা যাচ্ছিলো।