“রাজারহাট উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত”
একুশে জার্নাল ডটকম
মার্চ ১২ ২০২০, ১৮:০৮
মোঃ রেজাউল করিম,(কুড়িগ্রাম) প্রতিনিধি: গত বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজারহাট ইউনিয়ন পরিষদ হলরুমে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. সাহের উদ্দীন ধনী’র সভাপতিত্বে ১৭ মার্চ মুজিব শতবর্ষ উদযাপন করার লক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা এবং নবাগত কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক, এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম খন্দকার (বিপ্লব), মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেরা সুলতানা হ্যাপী, ভাইস চেয়ারম্যান, আশিকুল ইসলাম সাবু প্রমুখ।
অনুষ্ঠান শেষে আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য প্রয়াত তছলিম উদ্দিন ও আশরাফ আলীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।