রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৭ ২০২০, ১৮:৪৮

মো: রেজাউল করিম, রেজা রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মাত্র ৫৫ বছর বয়সে প্রাণ দিতে হয়েছিল। বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিটি অধ্যায়ে বঙ্গবন্ধুর নাম চিরভাস্বর।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: যোবায়ের হোসেনের সভাপতিত্বে রাজারহাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজীত কর্মসূচিতে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা। সকল সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাযাত ও দোয়া মাহফিল, ইতিমদের মধ্যে খাবার পরিবেশন। এছাড়াও রাজারহাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে ও সীমিত আকারে আলোচনা ও প্রতিযোগীতামুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজারহাট উপজেলা চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, নির্বাহী অফিসার জনাব মোহা: যোবায়ের হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মো: শাহের উদ্দিন ধনী, চাষী আব্দুস সালাম, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামন, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস ছালাম, যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেত্রীবৃন্দ পৃথক পৃথক ভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

রাজারহাট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ-ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে শততম জন্মদিন ও বৃক্ষরোপন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটির নতুন দিগন্তের শুভ সূচনা।