রাজনীতিতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে হয়; মির্জা ফখরুল
একুশে জার্নাল ডটকম
জুন ১৫ ২০১৯, ২২:৫৮
একুশে জার্নাল ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি কিন্তু রাজনীতি, এখানে গিতা, বাইবেল, কুরআন শরিফের কোনো সম্পর্ক নেই। রাজনীতিতে অনেক কিছু থাকে যেগুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে হয়।
আজ ১৫জুন শনিবার সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন ডিবিসিতে একান্ত সাক্ষাতকারে তিনি একথা বলেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আপনারা তো আওয়ামীলীগের নৈতিককা নিয়ে প্রশ্ন করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজগুলো করছেন সেখানেও নৈতিককা নিয়ে প্রশ্ন করেন না। এই নির্বাচন নিয়েও সরকারে উপর কোন নৈতিককা নিয়ে প্রশ্ন কররেন না। আমরা সংসদে গেলাম কি গেলাম না, সেখানে আপনারা নৈতিককা নিয়ে প্রশ্ন করেন।