রাজনগর আল গফুর ছাত্র সংসদের সাপ্তাহিক শিক্ষা সভার উদ্বোধনী ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৪ ২০১৯, ২১:৫৩

 

এহসান বিন মুজাহির : রাজনগরের জামিউল উলুম বছির মহল মাদরাসার আল গফুর ছাত্র সংসদের সাপ্তাহিক শিক্ষা সভার উদ্বোধনী ও নবীন বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুর এগারোটা শুরু হয়ে নানা কর্মসূচি পালনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও ছাত্র সংসদের সভাপতি মুফতি ইবরাহিম খলিলের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল ও শিক্ষা সচিব মাওলানা এমদাদুল হক তালুকদার, মাওলানা শেখ আব্দুর রকিব, ছাত্র সংসদের সহ সভাপতি মুফতি রিজওয়ান শামসী,
মাওলানা মিকদাদ আহমদ হরিপুরী,মাওলানা আব্দুল করিম বেলালী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হুসাইন আহমদ জাকির, মাওলানা নোমান আহমদ ইনায়তগঞ্জি, মাওলানা আব্দুর রহমান, মাওলানা যাকারিয়া আহমদ, হাফিজ মৌলানা এবাদুল হক তালুকদার,হাফিজ ফজলে রাব্বে, মাস্টার মকদ্দস আলী, মাস্টার সেলিম আহমদ, মাস্টার মিজানুর রহমান প্রমুখ।