রাজনগরে করোনা পজেটিভ রোগীর মৃত্যু, দাফন-কাফনে ইকরামুল মুসলিমীন
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১২ ২০২০, ১৭:৪৪
এম. এম আতিকুর রহমান: অদ্য ১২ আগষ্ট রোজ বুধবার রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউপির ১নং ওয়ার্ডের মশরিয়া গ্রামের লালা বেগম ওরফে ককবুন্নেছা, স্বামী মৃত আঃ মুনিম করোনা পজেটিভ নিয়ে গতরাত ৯.১৫ মিনিটের সময়, নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া জানান- মৃতব্যক্তির আত্মীয়রা আমার সাথে যোগাযোগ করলে, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ প্রিয়াঙ্কা পাল এবং রাজনগর থানার ওসি মোহাঃ আবুল হাসেমের অনুমতিতে দাফন-কাফন সম্পন্ন করি। ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি আরো বলেন- আমি আমাদের মহিলা টিম এবং রাজনগর উপজেলা টিম নিয়ে উপস্থিত হই। গতরাতে আমাদের মহিলা জেলা সহকারী এডভোকেট উমায়রা ইসলাম এবং মহিলা টিম প্রধান ফাতেমা পপির তাদের সদস্যদের দিয়ে, মৃত মহিলার গোসল এবং কাফন পরিধান করান। সকালে রাজনগর উপজেলা টিমের মাধ্যমে দাফনের ব্যবস্থা করি। সকাল ১০ ঘটিকার সময় জানাযার নামাজ অনুস্ঠিত হয়। দাফন-কাফনে অংশগ্রহণ করেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সভাপতি মাওঃ এহসানুল হক জাকারিয়া, রাজনগর উপজেলা সভাপতি মাওঃ তোফায়েল আহমদ নোমান, মোহঃ সালমান আহমদ, আঃরুপ এবং আরো সদস্যবৃন্দ।
এটা ইকরামুল মুসলিমীনে মৌলভীবাজারের ১৮নং দাফন-কাফন। এর আগে মৌলভীবাজার সদর উপজেলায় ৬টি, শ্রীমঙ্গল উপজেলায় ৭টি, জুড়ীতে ২টি, আজ রাজনগর উপজেলায় ১টি,বড়লেখায় ১ টি, এবং কুলাউড়া উপজেলায় ১ টি দাফন-কাফনে অংশগ্রহণ করে।