রাজনগরে করোনায় একজনের মৃত্যু; বালাগঞ্জ-রাজনগর যোগাযোগ বিচ্ছিন্ন

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৬ ২০২০, ২২:০৩

আবুল কাশেম অফিক, বালাগঞ্জ: রাজনগর উপজেলায় করোনাভাইরাসে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যুর পর বালাগঞ্জের সাথে রাজনগরের যোগাযোগের একমাত্র মাধ্যম কুশিয়ারা নদীতে গুদারাঘাট (খেয়াঘাট) আজ ( ৬ এপ্রিল) বন্ধ করে দেওয়া হয়েছে।

জানাযায়, বালাগঞ্জের পার্শ্ববর্তী রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামের রইছ মিয়ার ছেলে সানছু মিয়া (৪৫) করোনা উপসর্গ নিয়ে গত ৪ এপ্রিল
মারা যান। এর পর থেকে ঐ গ্রাম সহ আরো পাচটি গ্রাম লকডাউন করা হয়েছে।

এদিকে রাজনগর বালাগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা হওয়ায় রাজনগরের বিল বাড়ি হয়ে বালাগঞ্জ উপজেলা সদরের সাথে ব্যবসাবানিজ্য সহ নানান কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ এই গুদারা ঘাট দিয়ে যাতায়াত করে থাকেন।

করোনা সংক্রমণ যাথে না ছড়াতে পারে সে কারণেই আজ ৬ এপ্রিল থেকে গুদারাঘাট বন্ধ রয়েছে। অতি জরুরী প্রয়োজনে বিকল্প উপায়ে এ পারে (বালাগঞ্জ) আসা লোকজনকে সতর্ক করে দেওয়া হচ্ছে। অনেকেই তাদেরকে এ পারে আর না আসার জন্য নিরুৎসাহি করেছেন। এছাড়া রাজনগরের ফতেপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হতেও মাইকিং করতে শুন গেছে।

এদিকে গুদারাঘাট বন্ধের ফলে নদীর ওপারের
বালাগঞ্জে যাদের ব্যবসাপ্রতিষ্ঠান হয়েছে তার বিপাকে পড়েছেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বালাগঞ্জে সেহেতু শুধু আমরা ব্যবসায়ীরা যাতে নদী পার হতে পারি এর জন্য কর্তপক্ষকে বিকল্প ব্যবস্থার জন্য অনুরোধ করবো।