রাজনগরে অভূতপূর্ব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০১ ২০২০, ১৭:৫৫

একুশে জার্নাল প্রতিনিধি:

“চরিত্রহীনরাই বিশ্বনবীর চরিত্র নিয়ে ব্যঙ্গচিত্র করতে পারে। ইমানুয়েল ম্যাক্রন স্টুডেন্ট লাইফে মায়ের বয়সী শিক্ষিকার সাথে প্রেম করে বিয়ে করেছিল বলেই আজ এই দম্পতির দিকে তাকিয়ে মানুষ বলে, যেন মায়ের সাথে ছেলে হাঁটছে। কুকুরের পেটে যেমন ভাবে ঘি ভাত হজম হয় না, ঠিক তদ্রুপ চরিত্রহীনদের কাছে বিশ্বনবীর পুতপবিত্র চরিত্র অসহ্যকর। এর থেকে আমরা একটি সূত্রের সন্ধান পাই, পৃথিবীতে বিশ্বনবীর সুনিপুণ চরিত্র মাধুরীর বিরুদ্ধে যারাই কথা বলবে গবেষণায় উঠে আসবে এরা নিজেরাই মূলত চরিত্রহীন। জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্বের সকল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কর্তৃক মেক্রন সরকারের লাগাম টেনে ধরতে হবে, নতুবা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে বাধ্য হবে।”

অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি রাজনগরের উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে শায়খুল হাদীস হোসাইন আহমদ বাহুবলী এসব কথা বলেন।

আজ ১লা নভেম্বর রোজ রবিবার, রাজনগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে, আলহাজ্ব ক্বারী শায়েখ মুহাম্মদ শামসুল সাহেবের সভাপতিত্বে, রাজনগর উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতার উপস্থিতিতে, এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বিশ্ব নবীর ভালোবাসায় যে কোন প্রকার ত্যাগ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শ্রোতারা মুহুর্মুহু স্লোগানে স্লোগানে সেই আহবানে একাত্মতা ঘোষণা করেন।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের হয়। সেন্ট্রাল রোড ধরে উপজেলা চত্বর হয়ে, গোবিন্দবাটি পয়েন্ট অতিক্রম করে রাজনগর থানার সামনে দিয়ে গিয়ে কলেজ পয়েন্টে অবস্থান নেয়। এখানেই সভার সভাপতি আলহাজ্ব ক্বারী শায়েখ মুহাম্মদ শামসুল সাহেব একটি ঘোষণাপত্র পাঠ করে শোনান।

ঘোষণাটি ছিল নিম্নরূপ,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ম্যাক্রন সরকারের এই হীন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, রাষ্ট্রীয়ভাবে ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দিতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ম্যাক্রন সরকারের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, ফ্রান্স থেকে দূতাবাস প্রত্যাহার ও বাংলাদেশ থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত বহিষ্কারকরতে হবে।

সালাম, হিজাব সহ যত বিষয়ে টিভি টকশোতে বুদ্ধিজীবি নামক পরজীবীরা ইসলামের বিষোদগার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

বাংলাদেশে, ইসলাম ও ইসলামের নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম এর বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য ব্লাসফেমি আইন পাশ করতে হবে।

ইতোমধ্যে অনলাইনে অফলাইনে ইসলাম, নবী ও কাবা শরীফ নিয়ে যারা ব্যঙ্গচিত্র তৈরি করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

রাজনগর সহ গোটা বাংলাদেশ এমনকি বিশ্বের সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আমাদের আহ্বান, আপনারা ফ্রান্সের কোন পণ্য আর দোকানে তুলবেন না, যে পণ্য আগে তুলেছিলেন তা সেলফ থেকে সরিয়ে ফেলে বিশ্বনবীর ভালোবাসার নিদর্শন প্রকাশ করুন।

আজকের বিশাল জনসমাবেশে উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান করছি, আপনারা ফরাসি কোন পণ্য ক্রয় করবেন না।

আজকের এই মহাসমাবেশে আমরা সকলেই অঙ্গীকারাবদ্ধ হই, যে আগামীতে ইসলামের যেই বিধান নিয়ে কটাক্ষ করা হবে, কোন প্রকার প্রতিবাদ সমাবেশের আয়োজনের অপেক্ষা না করে, আমরা সেই বিধান নিজে পালন করার মাধ্যমে প্রতিবাদ শুরু করব। টুপি নিয়ে কটাক্ষ করা হলে সকলেই পড়তে শুরু করবো, দাড়ি নিয়ে কটাক্ষ করা হলে সকলেই দাড়ি রেখে প্রতিবাদ করবো, বোরকা নিয়ে কটাক্ষ করা হলে মা-বোনদেরকে বোরকা মাধ্যমে প্রতিবাদ করবো, যেভাবে সালাম নিয়ে কটাক্ষ করা হলে আমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করে সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটানোর মাধ্যমে অনলাইন অফলাইনে প্রতিবাদ করেছি। এমনিভাবে ইসলামের যে বিধান নিয়ে কটাক্ষ করা হবে, সেই বিধান পালন করার মাধ্যমেই প্রতিবাদ শুরু করবো।

এ সময় উপস্থিত ছিলেন জামেয়া হেমায়াতুল ইসলাম গড়গাঁও টাইটেল মাদ্রাসার স্বনামধন্য শায়খুল হাদীস হযরত মাওলানা শায়খ মুসলেহ উদ্দিন মিরপুরী, হযরত মাওলানা আব্দুস সালাম তালুকদার প্রিন্সিপাল জামিউল উলুম বছর মহল মাদ্রাসা, মাওলানা আরিফ আহমদ চৌধুরী মুহাদ্দিস জামিয়া দ্বীনিয়া মৌলভীবাজার, হযরত মাওলানা হুসাইন আহমদ নোমানী ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাদ্রাসা মদিনাতুল উলুম দারুস সালাম বানারাই, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আনওয়ারুল কোরআন রাজনগর, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আব্দুল মুকিত বানারাই, মাওলানা হাফেজ আব্দুল মুকিত, সহ রাজনগর উপজেলার ৩৩ টি মাদ্রাসার প্রিন্সিপাল,শিক্ষাসচিব উস্তাদ বৃন্দ এবং স্কুল-কলেজের ছাত্রবৃন্দ, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তৌহিদী জনতার বিশাল অংশ।

আগামীতে অনৈইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে যে কোনো ডাকে সকলকে সাড়া দেবার আহবান জানিয়ে, মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণাকরেন আলহাজ্ব ক্বারী শায়খ মোঃ শামসুল হক সাহেব।