রাজধানী থেকে হিযবুত তাহরীরের ৪ সদস্য আটক
একুশে জার্নাল ডটকম
জুন ২৫ ২০১৯, ১৮:৪৭
রাজধানীর শাহবাগ ও তেজগাঁও এলাকা হতে হিযবুত তাহরীর ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-রাফসানুর রহমান ওরফে রিশান(২২), ফরিদ উদ্দিন সিদ্দিক(১৮), সাকিল আহমেদ(২০) ও মোঃ মাহমুদ হাসান(২০)।
শাহবাগ থানা সূত্রে জানানো হয় আজ ২৪ জুন, ২০১৯ ফজরের নামাজের পর শাহবাগের পূবালী ব্যাংকের সামনে হতে ৪টি পোস্টারসহ গ্রেফতার করা হয় রাফসানুর, ফরিদ ও সাকিলকে।
পরবর্তী সময়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যমতে আজ বিকালে তেজগাঁও এলাকা হতে গ্রেফতার করা হয় মোঃ মাহমুদ হাসানকে। এ সময় তার হেফাজত হতে ১টি হার্ডডিস্ক, ২টি পেনড্রাইভ, ১টি সিপিইউ উদ্ধার করা হয়। তাদের হেফাজত হতে ৫টি মোবাইলও জব্দ করা হয়েছে।