রাজধানীর ৬ পয়েন্টে ভাড়া কমানোসহ ৫ দাবিতে শিক্ষার্থীদের কঠোর আন্দোলন
একুশে জার্নাল
নভেম্বর ২১ ২০২১, ০৬:১১

তুহিন খান:
রাজধানীর মোট ৬ টি পয়েন্টে গতকাল শিক্ষার্থীরা হাফপাশের দাবিতে আন্দোলন করেছেন। পয়েন্টগুলা হল:
১) রামপুরা ব্রীজ। আয়োজক: ঢাকা ইম্পেরিয়াল কলেজ।
২) দনিয়া, শনির আখরা। আয়োজক: দনিয়া কলেজ।
৩) মিরপুর। আয়োজক: বাঙলা কলেজ।
৪) সদরঘাট। আয়োজক: কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ।
৫) সরকারি বিজ্ঞান কলেজের প্রধান ফটক (ফার্মগেট)। আয়োজক: সরকারি বিজ্ঞান কলেজ।
৬) সাইন্সল্যাব মোড়। আয়োজক: ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ।
যেসব বাসে ‘গেটলক’ বা ‘হাফ পাশ নাই’ লেখা, শিক্ষার্থীরা সেসব বাসে ‘গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিন’ লেখা স্টিকার সেঁটে দিয়েছেন। ফার্মগেটে ‘স্বাধীন’ পরিবহনের এক হেল্পার জনৈক শিক্ষার্থীর গায়ে হাত তোলায়, সেখানে ‘স্বাধীন’র একটা বাস ভাঙচুর করা হয়েছে। এছাড়া, সাইন্স ল্যাব মোড়েও বেশকিছু বাস ভাঙচুরের খবর পাওয়া গেছে। ঢাকা-চিটাগং হাইওয়েতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরাও আজ ছিল আন্দোলনে৷
চলমান এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছে সাধারণ জনগনও। এর প্রধান কারণ, সারাদেশের গণপরিবহনগুলায় ভাড়া বাড়ানো হয়েছে। ন্যায্য-অন্যায্যতার ধার না ধেয়ে ইচ্ছামত যেমন খুশি তেমন ভাড়া তুলছে অনেক পরিবহন। কোন কোন রুটে বাসভাড়া আর রিকশাভাড়া প্রায় সমান সমান হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীদের এই আন্দোলনের ৫ দফা দাবিগুলো হলো:
১. গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করতে হবে।
২. সড়ক, নৌ ও রেলপথসহ সর্বস্তরে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে।
৩. জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম কমাতে হবে।
৪. যানজট, রাস্তার ধারণক্ষমতা ইত্যাদি বিবেচনায় ব্যক্তিগত পরিবহন হ্রাস, গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে৷
৫. সকল গণপরিবহনে কাউন্টার ভিত্তিক টিকিট সিস্টেম চালু করতে হবে।
আন্দোলনের দাবিদাওয়ার মধ্যে গণপরিবহণে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি থাকায়, অনেক সাধারণ মানুশও ছাত্রদের এই আন্দোলনে সংহতি জানাচ্ছেন, বাসে ও রাজপথে।