রাজধানীর মগবাজারে ট্রেন, ট্রাকের সংঘর্ষ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১২ ২০১৯, ০২:৫৪

রাজধানীর মগবাজার এলকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হয়েছে, এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ(শনিবার) আনুমানিক ভোর ৫টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। সেখানে দায়ীত্বরত গেটমেন জানান ভোর ৫টার দিকে একটি ট্রাক রেললাইনের উপর দিয়ে গাড়ী ঘুড়ানোর চেস্টা করে, ট্রাক চালককে বার বার গাড়ি সড়ানোর কথা বললেও চালক গুরুত্ব দেয়নি সেই মূহূর্তে কমলাপুর থেকে আসা বলাকা ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি দুমড়েমুচরে যায়,এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।

এখনো ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।