রাজধানীতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৮ ২০২০, ১৭:৪৮

রাজধানীর নাখালপাড়ায় আশা এনজিও’র কার্যালয় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন।

তিনি বলেন, নাখালপাড়ার লুকাস মোড়ের ৮৫নং বাসার নিচ তলার ওই অফিস থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, স্বামী আসমত আলী (৪৫) ও স্ত্রী ফারজানার (৩২)।

ওসি আরো বলেন, আশা এনজিওর লোকাল ওই অফিসের ভেতর থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। স্বামী নিচে পড়ে ছিলেন।

স্বামী আসমত আলী মাছের ব্যবসা করেন আর স্ত্রী ফারজানা আশা এনজিও অফিসে বুয়ার কাজ করতেন। তারা আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।