রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৫৫
একুশে জার্নাল ডটকম
জুন ২৫ ২০১৯, ১২:১১
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১৬ গ্রাম ১৭৮২ পুরিয়া হেরোইন, ৯৫০ গ্রাম পুরিয়া গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
২৪ জুন, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।