রাজধানীতে মাদকাসক্ত বাবার হাতে ৩ বছরের ছেলে খুন
একুশে জার্নাল
ডিসেম্বর ০৫ ২০১৮, ০৬:০৭
রাজধানীর বাংলামোটরে তিন বছরের এক শিশু খুন হয়েছে। শিশুটির মাদকাসক্ত বাবা নুরুজ্জামান কাজল (৩৫) তাকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার ভোরে বাংলামোটরের ১৬ লিংক রোডের একটি বাসার দ্বিতীয় তলায় এ খুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার এসআই চম্পক বাবু যুগান্তরকে বলেন, বাড়িটিকে পুলিশ ঘিরে রেখেছে। তবে আমরা এখনও বাসার ভেতরে ঢুকতে পারিনি।
খুনের অভিযোগে অভিযুক্ত নুরুজ্জামানের ভাই উজ্জ্বল সাংবাদিকদের জানান, বাংলামোটরের এ বাসায় দুই শিশুসন্তান সাফায়েত ও সুরায়েতকে নিয়ে থাকেন তার ভাই। তবে অনেক দিন ধরে মাদকাসক্ত থাকায় তার দুই স্ত্রীর কেউ তার সঙ্গে থাকেন না।
তিনি আরও বলেন, সাফায়েতকে খুন করে তার ভাই সুরায়েতকেও জিম্মি করে রেখেছে। তবে কি কারণে এ খুনের ঘটনা তা তিনি জানাতে পারেননি।