রাজধানীতে মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে শাশুড়ির মৃত্যু
একুশে জার্নাল
ডিসেম্বর ২৪ ২০১৮, ১৩:০১
রাজধানীর পল্লবীতে মাদকাসক্ত জামাতার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন শাশুড়ি। নিহতের নাম জরিনা আক্তার (৪২)।
সোমবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী দয়ালের মোড়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, দয়ালের মোড়ের একটি বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন শাহীন ও তার স্ত্রী লাকি। পাশেই আরেকটি ঘরে ভাড়া থাকতেন শাহীনের শাশুড়ি জরিনা। এদিন সকালে জরিনা তাদের বাসায় আসলে মাদক সেবন করা নিয়ে শাহীনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে শাহীন তার শাশুড়িকে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় জরিনাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে শাহীনকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।