রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ১
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ১২ ২০২০, ১৯:১৮
রাজধানীর মালিবাগ এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইকবাল আহমেদ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার সকাল ৭ টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
এছাড়াও বন্দুকযুদ্ধে রাফিজা জেসমিন (২৯) ও মাসনুর হাসান (২২) নামে দু’জন আহত হন।
র্যাব-২ এর বিশেষ কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আসার খবর পেয়ে র্যাবের একটি দল সিদ্ধিরগঞ্জে অবস্থান নেয়। পরে সোহাগ পরিবহনের একটি বাসকে অনুসরণ করে মালিবাগে আসে র্যাব। বাসের যাত্রীরা চলে গেলেও ইকবাল আহমেদ ১৪টি লাগেজ নিয়ে কাউন্টারের সামনে অপেক্ষা করতে থাকেন। পরে দু’টি প্রাইভেটকারে ঘটনাস্থলে আসেন রাফিজা ও মাসনুর। এ সময় র্যাব তাদের ঘিরে ধরলে ইকবাল আহমেদ র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে র্যাবও পাল্টা গুলি চালালে তিনজন আহত হন। এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে লক্ষাধিক পিস ইয়াবা, বিদেশি পিস্তল-গুলি ও নগদ প্রায় ২ লাখ টাকা জব্দ করা হয়েছে। গুলিতে র্যাবের তিন সদস্য আহত হন।