রাজধানীতে নবজাতকের মরদেহ উদ্ধার
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৩ ২০২০, ১২:৩২
রাজধানীর গুলিস্তান পুলিশ বক্সের পাশের সড়ক থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পল্টন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র রায় জানান, খবর পেয়ে সকালে আহাদ পুলিশ বক্সের পাশে হোটেল মেঘনার সামনের রাস্তা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ছেলে নবজাতকটির বয়স আনুমানিক একদিন।
ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ তাকে ওখানে ফেলে গেছে। তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।