রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে আলোচনা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১১ ২০১৯, ১৩:০১

ঢাকা : রাজধানীসহ সারা বাংলাদেশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। এমতাবস্থায় সাধারণ মানুষ ও নাগরিকদের মধ্যে গণসচেতনতা ও প্রতিরোধমূলক মূলক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা, র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় ( ভাটারা গুলশান ) সাউথ জোন প্রি-ক্যাডেট স্কুল ও তারুণ্যের দিক বিজয় নামে সংগঠন এই যৌথ আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও আর্ত মানবিক সংগঠন তারুণ্যের দিকবিজয় এর প্রধান সমন্বয়ক মোঃ মাঈন উদ্দিন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী নজরুল ইসলাম ঢালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড সচিব শাহাদাত হোসেন ও তারুণ্যের দিকবিজয় এর প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গুড নেইবারস বাংলাদেশ নামে সংগঠনের কর্মকর্তা নাসরিন সুলতানা।

উপস্থিত অতিথি এবং বিশেষ অতিথিগন বর্তমানে ডেঙ্গু আক্রান্ত সকল মানুষকে উদ্দেশ্য করে গণ সচেতনতামূলক কার্যক্রম করার এবং নিরাশ না হওয়ার জন্য আহ্বান করেন। সকলকে সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার জন্য উদাত্ত আহ্বান করেন।

উক্ত অনুষ্ঠানটির আয়োজক এর মধ্যে আরো উপস্থিত ছিলেন উত্তর দিকবিজয় সংগঠনের সহ-সভাপতি মনিরা সুলতানা মেঘলা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন মুন্না, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম বাঁধনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনায় ছিলেন মনিরা সুলতানা মেঘলা, জহিরুল ইসলাম ও সোলায়মান মুন্না।

আলোচনা শেষে সবার উপস্থিতিতে সাউথ জোন প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে সকল ছাত্রছাত্রীদের উপস্থিতিতে অত্র এলাকার জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে র‌্যালী ও সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়।