রাজধানীতে ডিএমপি’র অভিযান; মাদকসহ আটক ৫৭
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ১৬ ২০১৯, ১৬:৫৮
রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১,৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম ১৫১২ পুরিয়া হেরোইন, ২ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল, ১০ বোতল বিদেশী মদ ও ২৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
১৫ নভেম্বর, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।