রাজধানীতে ঝগড়া ও কলহের জের ধরে এক শিশুকে পুড়িয়ে আহত
একুশে জার্নাল ডটকম
মে ১৩ ২০২০, ১৫:৩১

নাজমুল হোসাইন আকাশ,জেলা প্রতিনিধি ঢাকা:
রাজধানীর ঢাকার পশ্চিম ধানমন্ডির হাজী আক্তার হোসেন লেনে,গতকাল সন্ধ্যায় ঝগড়া ও কলোহলের জের ধরে ৪ বছরের এক বাচ্চার গায়ে চুলা থেকে গরম ভাতের হাড়ি ছুড়ে মারে এক মহিলা। এতে করে ওই বাচ্চা এবং পাশে থাকা অন্য এক মহিলা গুরুতর আহত হন। সেই আহত বাচ্চাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর অপর জনকে পাশের সাস্থকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় রাখা হয়।
তখন আশেপাশের মানুষের কাছে খবর নিয়ে দেখা যায়, অপরাধী আগে থেকেই ওই ভিক্টিমের পরিবারের সাথে ঝগড়া ছিলো। এবং এর আগের ভিক্টিমকে আরো অনেক বার ঝগড়ার জের ধরে মারধর করেছে।
ভিক্টিমের পরিবার, আমাদের জানান তারা এর সুস্থ বিচার চায়। এবং তারা তাদের বাচ্চার চিকিৎসার সকল ক্ষতিপূরণ চান। এবং তারা আরো বলেন যে অপরাধীর এমন শাস্তি দেয়া হোক যেন আর কোন দিন কেউ এই রকম করার সাহস না পায়।
আমরা স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী এবং বাড়ি মালিক সমিতির সাথে কথা বলে জানতে পেরেছি তারা এর তদন্ত করে সঠিক বিচার করবে।